ন্যাটোতে ইউক্রেনের যোগদান নিয়ে মিথ্যাচারে লিপ্ত যুক্তরাষ্ট্র: মার্কিন কূটনীতিক
2022-05-22 16:31:01


মে ২২: রাশিয়ায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত সম্প্রতি স্বীকার করেছেন, ইউক্রেনের ন্যাটোতে অংশগ্রহণের বিষয়ে যুক্তরাষ্ট্র বরাবরই মিথ্যাচার করে আসছে। 


নিউইয়র্ক টাইমসে গত ১২ মে প্রকাশিত এক প্রবন্ধে বলা হয়, যুদ্ধে জড়িত একটি দেশকে ন্যাটোর গ্রহণ করা প্রায় অসম্ভব। ২০০৯ সালে ইউক্রেন এবং জর্জিয়াকে ন্যাটো প্রতিশ্রুতি দিয়েছে যে, তারা একদিন ন্যাটোতে অংশগ্রহণ করতে পারবে। তবে তার সময়-সীমা তারা বলেনি। 


এরপর ন্যাটো তার প্রতিশ্রুতি বাস্তবায়নে কোনো বাস্তব কর্যক্রমও গ্রহণ করেনি। যুক্তরাষ্ট্র ইউক্রেনের ন্যাটোতে অংশগ্রহণ করার বিষয়ে সমর্থন প্রকাশ করে। যুক্তরাষ্ট্র তা নিয়ে মাঝে মাঝে রাশিয়াকে চাপে রাখে। তবে এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের আসল মনোভাব জানা যায় না।

 

(আকাশ/এনাম/রুবি)