চীন-ল্যাতিন আমেরিকা বহুপক্ষীয় সমন্বয় জোরদার করবে চীন
2022-05-21 19:42:28

মে ২১: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল (শুক্রবার) উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রীসহ বেশ কয়েকটি ল্যাতিন আমেরিকার দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথক ফোনালাপ করেছেন।

 

  ফোনালাপে ওয়াং ই বলেন, চীন ল্যাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের দেশগুলো থেকে দূর থাকা সত্ত্বেও দু’পক্ষের ব্যাপক অভিন্ন স্বার্থ রয়েছে। দু’পক্ষ পরস্পরকে সহযোগিতা করে আসছে।

 

তিনি বলেন, চীন-ল্যাতিন আমেরিকা সহযোগতিা দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার প্রতীক। চীন উরুগুয়ে, ইকুয়েডর ও নিকারাগুয়াসহ নানা দেশ ও অঞ্চলের ব্যাপারে বৈশিষ্ট্যময় প্রভাবের ওপর গুরুত্বারোপ করে। চীনের সঙ্গে ল্যাতিন আমেরিকার উন্নয়নে অবদান রাখায় তিনটি দেশের প্রশংসা করে চীন। তাদের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার এবং চীন-ল্যাতিন আমেরিকা সম্পর্ককে নতুন পর্যায়ে উন্নত করতে ইচ্ছুক বেইজিং।

 

 ওয়াং ই আরও বলেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং মানব জাতির অভিন্ন স্বার্থের কমিউনিটি গঠনের উচ্চ চেতনায় বিশ্ব উন্নয়নের উদ্যোগ ও বিশ্ব নিরাপত্তা উদ্যোগ উত্থাপন করেছেন, যা বিশ্বের জন্য চীনা প্রস্তাব প্রদান করেছে। ল্যাতিন আমেরিকার ও ক্যারিবীয় অঞ্চলের বিভিন্ন দেশের সঙ্গে নানা আঞ্চলিক ও বহুপক্ষীয় সমন্বয় জোরদার করতে ইচ্ছুক চীন।

 (রুব/এনাম/শিশির)