অভিবাসন সমস্যা সমাধানের আহ্বান জানালো চীন
2022-05-21 17:42:52

মে ২১: জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী উপপ্রতিনিধি তাই পিং গতকাল (শুক্রবার) বলেন, অভিবাসন সমস্যা সমাধান করতে চাইলে অভিবাসীদের বিরুদ্ধে বৈষম্য এবং সহিংসতা দূর করে রাজনৈতিক উপায়ে মতভেদের সমাধান এগিয়ে নিয়ে যাওয়া উচিত্।

প্রথম আন্তর্জাতিক অভিবাসন পর্যালোচনা ফোরামের সাধারণ বিতর্কে তাই পিং বলেন, অপর্যাপ্ত ও ভারসাম্যহীন উন্নয়নই হল অভিবাসন সমস্যার প্রধান কারণ। উন্নয়নের অভাবে সৃষ্ট সমস্যা উন্নয়নের মাধ্যমেই সমাধান করা যাবে। সবদেশের উচিত্ আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা জোরদার এবং আভিবাসী উত্স দেশের অর্থনীতির উন্নয়নে সাহায্য করা।

তিনি বলেন, মানুষের জীবিকা ও নির্মাণ ক্ষমতার উন্নয়ন এবং অভিবাসন গন্তব্যের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রচার করা উচিত। সেসঙ্গে অভিবাসীদের সমাজে একীকরণের সুবিধা দেওয়া উচিত।

তাই পিং বলেন, কোন কোন দেশ অভিবাসীদেরকে দীর্ঘসময়ে অভিবাসন কেন্দ্রে আটকে রাখে এবং অভিবাসী শিশুদের তাদের বাবা-মা থেকে বিছিন্ন করে রাখে। ২০২১ সালে যুক্তরাষ্ট্রের নিউইউয়র্কে এশিয়ানদের বিরুদ্ধে ঘৃণা-জনিত অপরাধ ২০২০ সালের তুলনায় ৩৬০ শতাংশ বেড়েছে।

তিনি বলেন, সবদেশের উচিত্ অভিবাসীদের বৈধ অধিকার রক্ষা করা, মহামারির অজুহাতে বর্ণবাদ এবং বিদেশীদের প্রতি ঘৃণা ছড়ানোর বিরোধিতা এবং অভিবাসীদের জন্য নিরাপদ ও বুন্ধুত্বপূর্ণ পরিবেশ সৃষ্টি করা। (শিশির/এনাম/রুবি)