ইইউ’র প্রতিবেদনের প্রতিবাদ জানালো হংকং
2022-05-21 19:44:12

মে ২১: চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল গতকাল (শুক্রবার) ইউরোপীয় কমিশনের হংকং-বিষয়ক প্রতিবেদনে হংকং নিয়ে করা মিথ্যাচারের প্রতিবাদ জানিয়েছে।

 

হংকং প্রশাসনের পক্ষে বলা হয়, হংকং চীনের অভ্যন্তরীণ বিষয়। হংকং সরকার ইইউকে তাদের হংকংয়ের ব্যাপারে হস্তক্ষেপের বিরোধিতা এবং আন্তর্জাতিক সম্পর্কের মূল নীতির প্রতি সম্মান জানানোর আহ্বান জানায়।

 

ইউরোপীয় কমিশনের প্রতিবেদনে ২০২১ সালের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের আইনসভা নির্বাচন নিয়ে অবাস্তব অভিযোগ করা হয়। তার দৃঢ় বিরোধিতা জানায় হংকং সরকার।

 

হংকংবাসীদের শাসনে হংকং নীতিতে সমতাসম্পন্ন, উন্মুক্ত, আন্তরিক ও সুশৃঙ্খলাভাবে আইনসভা নির্বাচন সম্পন্ন হয়েছে।

 

(রুবি/এনাম/শিশির)