এপেক অঞ্চলে ৩.২ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনা
2022-05-21 19:43:14

মে ২১:  গতকাল (শুক্রবার) প্রকাশিত এপেকের এক প্রতিবেদনে বলা হয়েছে, মহামারিতে সরবরাহ চেইন বিচ্ছিন্ন হওয়াসহ নানা কারণে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ২০২২ সালের অর্থনৈতিক প্রবৃদ্ধি ২০২১ সালের ৫.৯ শতাংশ থেকে কমে ৩.২ শতাংশে দাঁড়াবে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, এপেকের ২১টি অর্থনৈতিক সত্ত্বার গড় মুদ্রাস্ফীতি ২০২০ সালের ১.৫ শতাংশ থেকে  বেড়ে ২০২১ সালে ৩ শতাংশে উন্নীত হয়েছে। রাশিয়া-ইউক্রেন সংঘাতের কারণে এ বছরের গড় মুদ্রাস্ফীতির হার আরও বাড়বে বলে অনুমান করা হচ্ছে।  

 

(রুবি/এনাম/শিশির)