‘জাপানের দূষিত পরমাণু পানি সাগরে ফেলার পরিকল্পনার প্রতি আশেপাশের দেশসমূহের উদ্বেগ জানানোর অধিকার রয়েছে’
2022-05-21 19:28:18


মে ২১: গতকাল (শুক্রবার) আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার  মহাপরিচালক জাপানে তার তিনদিনের সফর শেষ করার আগে টোকিওতে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রেখেছেন। 


সম্মেলনে তিনি বলেন, জাপানের দূষিত পরমাণু পানি সাগরে ফেলার পরিকল্পনার প্রতি জাপানের জনগণ ও আশেপাশের দেশসমূহের উদ্বেগ জানানোর অধিকার রয়েছে। এ বিষয়ে তার সংস্থা নজর রাখবে। 


পাশাপাশি, এ পরিকল্পনার বিরুদ্ধে জাপানের জনগণ তাদের বিরোধিতা প্রকাশ করেছে। গতকাল দুপুরে টোকিও হাইকোর্টের সামনে অনেকে জড়ো হন। তারা দূষিত পানি সাগরে ফেলার পরিকল্পনার বিরোধিতা করেন। 


একজন অংশগ্রহণকারী বলেন, জাপান সরকার একটি খারাপ সিদ্ধান্ত নিয়েছে, তা ক্ষমার অযোগ্য। 


আরেক জন জানান, “এ পরিকল্পনা অবশ্যই আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। আমি দৃঢ়ভাবে এর বিরোধিতা করি”। 

(আকাশ/এনাম/রুবি)