তাইওয়ান হচ্ছে চীনা ভূখন্ডের অবিচ্ছেদ্য অংশ: চীনা মুখপাত্র
2022-05-21 19:27:35


মে ২১: চীনের পররাষ্ট্র  মন্ত্রণালয়ে মুখপাত্র ওয়াং ওয়েন পিন বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, তাইওয়ান হচ্ছে চীনা ভূখন্ডের এক অবিচ্ছেদ্য অংশ। 


তিনি বলেন, বিশ্বে কেবল মাত্র একটি চীন রয়েছে। গণপ্রজাতন্ত্রী চীন সরকার গোটা চীনকে প্রতিনিধিত্বকারী একমাত্র বৈধ প্রতিনিধি। চীনের তাইওয়ানের বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ আন্তর্জাতিক কোনো সংস্থার কার্যক্রমে অংশ নেয়ার বেলায় একচীন নীতি অনুসরণ করা উচিত। 


তিনি বলেন, ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত তাইওয়ান প্রণালীর দুই তীরে একচীন নীতি বজায় ছিল। এর ভিত্তিতে চীনের তাইওয়ান বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধিবেশনে অংশগ্রহণ করার জন্য চীন বিশেষ ব্যবস্থা নিয়েছে। তবে গণতান্ত্রিক প্রগতিশীল দলের ক্ষমতায় আসার পর তারা তাইওয়ানের বিচ্ছিন্নতার অবস্থান বজায় রাখে। ফলে তাইওয়ানের বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধিবেশনে অংশগ্রহণের কোনো ভিত্তি নেই। 

 

তিনি জানান, চীনের কেন্দ্রীয় সরকার তাইওয়ানের অধিবাসীদের সুস্থতাকে গুরুত্ব দিয়ে আসছে। একচীন নীতির ভিত্তিতে বৈশ্বিক স্বাস্থ্য খাতে তাইওয়ানের অংশগ্রহণের সুষ্ঠু ব্যবস্থা নিয়েছে।

(আকাশ/এনাম/রুবি)