পরিবেশ খাতে সহযোগিতা জোরদার করবে ব্রিকস
2022-05-21 19:26:54


মে ২১: গতকাল (শুক্রবার) অনলাইনে অনুষ্ঠিত অষ্টম ব্রিকস দেশসমূহের পরিবেশমন্ত্রীদের সভায় এক যৌথ বিবৃতি গৃহীত হয়েছে। 


বিবৃতিতে বলা হয়, আবহাওয়া পরিবর্তন মোকাবিলা, জীব বৈচিত্র সুরক্ষা, এবং সাগরের পরিবেশ রক্ষাসহ নানা খাতের সহযোগিতা চালানো হবে। 


এবারের সভা চীনের উদ্যোগে আয়োজিত হয়। তার থিম হচ্ছে ‘হাতে হাত রেখে একযোগে সবুজ ও নিম্ন-কার্বন উন্নয়নকে এগিয়ে নেয়া’। 


চীনের পরিবেশমন্ত্রী হুয়াং ইউন ছিউ জানান, বৈশ্বিক পরিবেশ সভ্যতা নির্মাণ এগিয়ে নিতে ব্রিকস দেশসমূহের পরিবেশ খাতে সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। ব্রিকস দেশসমূহের উচিত পরিবেশ খাতের সহযোগিতা জোরদার করা এবং বৈশ্বিক সবুজ ও নিম্ন-কার্বন উন্নয়নে প্রাণশক্তি যোগানো। 


তিনি ব্রিকস দেশসমূহকে ২০৩০ সালের টেকসই উন্নয়নের লক্ষ্য বাস্তবায়ন, মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি প্রতিষ্ঠা এবং পরিষ্কার ও সুন্দর বিশ্ব নির্মাণে একযোগে কাজ করারও আহ্বান জানিয়েছেন। 


(আকাশ/এনাম/রুবি)