‘যুক্তরাষ্ট্র এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিভক্তি উস্কে দেবে না বলে চীন আশা করে’
2022-05-20 20:03:57

মে ২০: চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন আজ (শুক্রবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিভক্তি ছড়ানোর অপচেষ্টা থেকে যুক্তরাষ্ট্র বিরত থাকবে বলে চীন আশা করে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এশিয়া সফর প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেন।

মুখপাত্র আরও বলেন, যুক্তরাষ্ট্র এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি ও উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে বলেই বেইজিং আশা করে। যুক্তরাষ্ট্রের উচিত নয় এতদঞ্চলকে নিয়ে কোনো নেতিবাচক পরিকল্পনা করা। (ছাই/আলিম)