টোকিও অলিম্পিকে পুরুষদের রিলে দৌড়ে ব্রোঞ্জ পেলো চীন
2022-05-20 17:33:21

মে ২০: ২০২০ সালের টোকিও অলিম্পিকে পুরুষদের ৪×১০০ মিটার রিলে দৌড়ে ব্রোঞ্জপদক পেয়েছে চীন। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) গতকাল (বৃহস্পতিবার) এ তথ্য জানায়।

২০২১ সালে টোকিওতে অনুষ্ঠিত অলিম্পিকে পুরুষদের এই ইভেন্টের ফাইনালে চীনের সু পিং থিয়ান, শিয়ে চেন ইয়ে, উ চি ছিয়াং ও থাং শিং-এর সমন্বয় গঠিত চীনা দলটি মোট ৩৭.৭৯ সেকেন্ড সময় নিয়ে চতুর্থ হয়েছিল। প্রাথমিক ফলাফলে ইতালি, ব্রিটেন ও কানাডা যথাক্রমে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক জয় করে।

তবে, আন্তর্জাতিক আরবিট্রেশন কোর্ট (সিএএস) গত ১৮ ফেব্রুয়ারি এক বিবৃতিতে জানায়, ব্রিটিশ রিলে দলের খেলোয়াড় স্প্রিন্টার চিকিন্দু উজা টোকিও অলিম্পিকের সময় অ্যান্টি-ডোপিং নিয়ম লংঘন করায় ব্রিটেনের রৌপ্যপদকটি কেড়ে নেওয়া হয়েছে। এর ফলে, কানাডা রৌপ্যপদক পায় এবং চীন পায় ব্রোঞ্জপদক। (ইয়াং/আলিম/ছাই)