চলতি বছর যুক্তরাষ্ট্রের জিডিপি প্রবৃদ্ধি হবে ২.৪ শতাংশ: জে পি মরগ্যান
2022-05-20 20:06:34

মে ২০: জে পি মরগ্যান সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে বলেছে, চলতি বছর যুক্তরাষ্ট্রের জিডিপি প্রবৃদ্ধি হবে ২.৪ শতাংশ। এক্ষেত্রে সংস্থার পূর্বানুমান ছিল ৩ শতাংশ। তা ছাড়া, আগামী বছরের প্রথমার্ধে দেশটির জিডিপি প্রবৃদ্ধি ১.৬ শতাংশ হবে বলেও সংস্থাটি প্রতিবেদনে পূর্বাভাস দিয়েছে। এক্ষেত্রে সংস্থার পূর্বানুমান ছিল ২.১ শতাংশ।

এদিকে, গোল্ডম্যান শ্যাক্স গ্রুপও সাম্প্রতিক প্রতিবেদনে চলতি বছর মার্কিন অর্থনীতিতে প্রবৃদ্ধির পূর্বাভাস ২.৬ শতাংশ থেকে ২.৪ শতাংশে নামিয়ে দিয়েছে।

ওদিকে, মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, চলতি বছরের প্রথম তিন মাসে মার্কিন অর্থনীতিতে প্রবৃদ্ধির হার গত বছরের একই সময়ের তুলনায় হ্রাস পেয়েছে ১.৪ শতাংশ পয়েন্ট।  (ছাই/আলিম)