জীববৈচিত্র্য কনভেশনের কপ-১৫-এর দ্বিতীয় পর্যায়ের সম্মেলন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে চীন
2022-05-20 19:30:52

মে ২০: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিং আজ (শুক্রবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জানান, চীন বর্তমানে জীববৈচিত্র্যসম্পর্কিত জাতিসংঘ কনভেশনের কপ-১৫-এর দ্বিতীয় পর্যায়ের সম্মেলন আয়োজনের জন্য প্রস্তুতি নিচ্ছে।

২২ই মে বিশ্ব জীববৈচিত্র্য দিবসকে সামনে রেখে চীনা মুখপাত্র বলেন, চীন জীববৈচিত্র্য সংরক্ষণের ওপর অত্যন্ত গুরুত্ব দেয় এবং দৃঢ়ভাবে পরিবেশগত সভ্যতার বিকাশ ঘটাতে চায়।

তিনি বলেন, কপ-১৫-এর আয়োজকদেশ হিসেবে চীন গত বছর সাফল্যের সাথে কপ-১৫-এর প্রথম পর্যায়ের সম্মেলন আয়োজন করে। চীনা প্রেসিডেন্ট সি চিন পিং সম্মেলনে ঘোষণা দেন যে, খুনমিংয়ে জীববৈচিত্র্য তহবিল প্রতিষ্ঠা করতে চীন ১৫০ কোটি ইউয়ান বরাদ্দ দিয়েছে। সম্মেলনে ‘খুনমিং ঘোষণা’-ও গৃহীত হয়। (ইয়াং/আলিম/ছাই)