লেবানন ও ইসরাইলকে আলোচনার মাধ্যমে বাস্তব ফলাফল অর্জনের আহ্বান জাতিসংঘ কর্মকর্তার
2022-05-20 17:43:42

মে ২০: লেবাননে জাতিসংঘের অস্থায়ী বাহিনীর প্রধান ও ফোর্স কমান্ডার লাজারো গতকাল (বৃহস্পতিবার) লেবানন ও ইসরাইলের সঙ্গে এক ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নেন এবং দু’পক্ষকে গঠনমূলক আলোচনার মাধ্যমে বাস্তব ফলাফল অর্জনের আহ্বান জানান।

দক্ষিণ লেবাননের নাকোরা শহরে আয়োজিত ত্রিপক্ষীয় বৈঠকে লেবাননে জাতিসংঘের বাহিনী, লেবাননের সশস্ত্র বাহিনী, এবং ইসরাইলি প্রতিরক্ষাবাহিনীর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

বৈঠকে লাজারো বলেন, তিনি ত্রিপক্ষীয় বৈঠক এবং জাতিসংঘ বাহিনীর যোগাযোগ ও সমন্বয় ব্যবস্থার মাধ্যমে বাস্তবধর্মী ফলাফল অর্জনের আশায় আছেন। ত্রিপক্ষীয় ব্যবস্থাকে বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি কাটিয়ে ওঠার গুরুত্বপূর্ণ মাধ্যম বলেও তিনি উল্লেখ করেন।  (ইয়াং/আলিম/ছাই)