ব্রিক্স দেশগুলোর রাজনৈতিক দল, বুদ্ধিজীবী ও বেসরকারি প্রতিষ্ঠানের ফোরাম উদ্বোধন করা হয়েছে
2022-05-20 10:54:40

মে ২০: গতকাল (বৃহস্পতিবার) ব্রিক্স দেশগুলোর রাজনৈতিক দল, বুদ্ধিজীবী ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর ভিডিও ফোরাম বেইজিংয়ে উদ্বোধন করা হয়েছে। সিপিসি’র সাধারণ সম্পাদক ও দেশের প্রেসিডেন্ট সি চিন পিং এতে অভিনন্দনবার্তা পাঠিয়েছেন। বিশ্বের ১০টি দেশে ১৩০ জনেরও বেশি প্রতিনিধি অনলাইন ফোরামে উপস্থিত ছিলেন। সিপিসি’র কেন্দ্রীয় বৈদেশিক যোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী সুং থাও সি’র পক্ষ থেকে অভিনন্দনবার্তা পড়েছেন।

 

চীনা প্রেসিডেন্ট সি তাঁর বার্তায়- ফোরাম আয়োজনে স্বাগত জানান। চলমান পরিস্থিতি ও মহামারীর জটিল পরিবেশে বিশ্বে নতুন অস্থিতিশীল পরিবর্তন ঘটেছে। তাই ব্রিক্স দেশগুলোর উচিত অভিন্ন উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতা বাস্তবায়ন করা, ব্রিক্স দেশগুলোর রাজনৈতিক দল, বুদ্ধিজীবী ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর উচিত নিজেদের প্রাধান্য প্রয়োগ করা। যাতে ব্রিক্সভুক্ত দেশ ও নবোদিত বাজারের দেশগুলো যৌথভাবে মানবজাতির অভিন্ন মূল্যবোধ জোরদার করে মহামারী প্রতিরোধ, বিজ্ঞান প্রযুক্তি খাতের নব্যতাপ্রবর্তন, দারিদ্র্যবিমোচনসহ বিভিন্ন খাতের সহযোগিতা বাস্তবায়ন করতে পারে। পাশাপাশি, ঠান্ডা যুদ্ধের চিন্তাধারা এড়ানো উচিত্; যাতে বহুপক্ষবাদ, বিশ্বের উন্নয়ন ও নিরাপত্তা প্রস্তাব চালু করা যায়, জাতিসংঘের ২০৩০ টেকসই উন্নয়ন এজেন্ডা বাস্তবায়ন করা যায় এবং যৌথভাবে সুন্দর ভবিষ্যত গড়ে তোলা যায়।

(সুবর্ণা/তৌহিদ/শুয়ে ফেই ফেই)