চীন ও পূর্ব তিমুরের প্রেসিডেন্টদ্বয়ের শুভেচ্ছাবার্তা বিনিময়
2022-05-20 19:06:36

মে ২০: চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ও পূর্ব তিমুরের প্রেসিডেন্ট ফ্রান্সিসকো গুতেরেস লু ওলো আজ (শুক্রবার) দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ২০তম বার্ষিকী উপলক্ষ্যে পরস্পরকে শুভেচ্ছা জানিয়ে বার্তা বিনিময় করেন।

শুভেচ্ছাবার্তায় সি চিন পিং বলেন, গত ২০ বছরে পূর্ব তিমুর অর্থনৈতিক দিক দিয়ে উন্নতি করেছে, জনগণের জীবনমান অনেক উন্নত হয়েছে। দু’দেশের মৈত্রী ক্রমাগত শক্তিশালী হচ্ছে। চীন পূর্ব তিমুরের সঙ্গে সম্পর্কের ওপর যথেষ্ট গুরুত্ব দেয়। চীন দু’দেশের সম্পর্ক আরও জোরদার করতে ইচ্ছুক।

নিজের শুভেচ্ছাবার্তায় লু ওলো বলেন, পূর্ব তিমুর আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ইতিবাচক ভূমিকা রেখে আসায় চীনের প্রশংসা করে। পূর্ব তিমুর চীনের সঙ্গে মৈত্রী ও সহযোগিতা বাড়াতে ইচ্ছুক। (ছাই/আলিম/ওয়াং হাইমান)