চীনের ক্যানসিনো টিকা হু’র অনুমোদন পেয়েছে
2022-05-20 10:55:44

মে ২০: গতকাল (বৃহস্পতিবার) বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে যে, চীনের ক্যানসিনো কোম্পানির উত্পাদিত কোভিড-১৯ টিকা হু’র অনুমোদন পেয়েছে। এটি সিনোফার্ম ও সিনোভাকের পর হু’র অনুমোদিত তৃতীয় ধরনের চীনা টিকা।

 

হু’র বিবৃতিতে বলা হয়, হু’র জরুরি অনুমোদন প্রক্রিয়া অনুসারে ক্যানসিনো টিকার মান, নিরাপত্তা, কার্যকারিতা ও ঝুঁকি নিয়ন্ত্রণসহ বিভিন্ন খাতের তথ্য পর্যালোচনা করা হয়েছে। এ টিকার কল্যাণ ও সুবিধা ঝুঁকির তুলনায় অনেক বেশি।

 

হু জানায়, কোভিড-১৯ আক্রান্ত ঠেকাতে এ টিকার কার্যকারিতা ৬৪ শতাংশ এবং গুরুতর কোভিড-১৯ রোগীদের জন্য কার্যকারিতা ৯২ শতাংশে উন্নীত হয়েছে।

(সুবর্ণা/তৌহিদ/শুয়ে ফেই ফেই)