ব্রিক্সের উচিত বিশ্বের স্থিতিশীলতা রক্ষায় ইতিবাচক শক্তি হিসেবে কাজ করা: সি চিন পিং
2022-05-20 16:53:34

মে ২০: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, ব্রিক্সের উচিত বিশ্বের স্থিতিশীলতা রক্ষায় একটি ইতিবাচক শক্তি হিসেবে ভূমিকা রাখা। তিনি গতকাল (বৃহস্পতিবার) ব্রিক্সের  পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া এক ভিডিও-ভাষণে এ কথা বলেন।

তিনি বলেন, বিশ্ব একটি ইতিবাচক, প্রগতিশীল, ও গঠনমূলক শক্তি। এই শক্তির উচিত আত্মবিশ্বাস বাড়ানো, সবধরনের ঝড়-ঝাপ্টা মোকাবিলা করা, বাস্তব পদক্ষেপের মাধ্যমে শান্তিপূর্ণ উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়া, ন্যায্যতা ও ন্যায়বিচারের পক্ষে ভূমিকা রাখা, এবং গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে কাজ করা। (ওয়াং হাইমান/আলিম/ছাই)