ব্রিক্সের বিভিন্ন রাজনৈতিক দল, থিঙ্ক ট্যাঙ্ক ও সুশীল সমাজকে সি চিন পিংয়ের শুভেচ্ছা
2022-05-20 17:58:55

মে ২০: ব্রিক্সভুক্ত দেশগুলোর বিভিন্ন রাজনৈতিক দল, থিঙ্ক ট্যাঙ্ক, ও সুশীল সমাজের প্রতিনিধিদের ভিডিও-সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন চীনা প্রেসিডেন্ট সি চিন পিং।

শুভেচ্ছাবার্তায় তিনি বলেন, বর্তমানে বিশ্ব অর্থনীতির পুনরুদ্ধারের গতি দুর্বল, দেশে-দেশে উন্নয়নের ব্যবধানও ক্রমবর্ধমান। পাশাপাশি, বৈশ্বিক জলবায়ুর পরিবর্তন ঘটছে, ডিজিটাল প্রশাসনের পথে সৃষ্টি হচ্ছে কঠিন চ্যালেঞ্জ। এ অবস্থায়, ব্রিক্সভুক্ত দেশগুলোর উচিত উন্নয়নশীল দেশগুলোকে সাথে নিয়ে আন্তর্জাতিক সমাজকে ঐক্যবদ্ধ করা এবং আরও সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য কাজ করে যাওয়া।

তিনি আরও বলেন, জাতিসংঘের টেকসই উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নে ব্রিক্সভুক্ত দেশগুলোকে বিশ্বের বিভিন্ন দেশের সাথে যৌথ প্রচেষ্টা চালাতে হবে। ব্রিক্সভুক্ত দেশগুলো বিভিন্ন উন্নয়নশীল দেশের রাজনৈতিক দল, থিঙ্ক ট্যাঙ্ক ও সুশীল সমাজের সাথে যোগাযোগ বজায় রেখে, বৈশ্বিক উন্নয়ন ও মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠনে নিজ নিজ দায়িত্ব পালন করবে বলেও তিনি আশা প্রকাশ করেন। (ইয়াং/আলিম/ছাই)