ব্রিক্সের পররাষ্ট্রমন্ত্রীদের ভিডিও-সম্মেলন ফলপ্রসূ হয়েছে: চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়
2022-05-20 19:30:30


মে ২০:  চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন আজ (শুক্রবার) বেইজিংয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, বৃহস্পতিবার অনুষ্ঠিত ব্রিক্সের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ভিডিও-সম্মেলন ফলপ্রসূ হয়েছে। সম্মেলনে বৈশ্বিক নিরাপত্তা ও উন্নয়নের সাথে জড়িত অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্য হয়েছে।

মুখপাত্র বলেন, প্রেসিডেন্ট সি চিন পিং সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া ভিডিও-ভাষণে ব্রিক্সভুক্ত দেশগুলোর পারস্পরিক বোঝাপড়া ও আস্থা বৃদ্ধি, সহযোগিতার বন্ধন দৃঢ়তর করা, এবং আধিপত্যবাদ ও ক্ষমতার রাজনীতির বিরোধিতা করার ওপর গুরুত্বারোপ করেছেন।

মুখপাত্র আরও বলেন, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সম্মেলনে ব্রিক্স দেশগুলোর প্রতি কৌশলগত যোগাযোগ ও সমন্বয় আরও জোরদার করতে, পারস্পরিক রাজনৈতিক আস্থা বাড়াতে,  বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক কল্যাণকর সহযোগিতা গভীরতর করতে আহ্বান জানান। (ওয়াং হাইমান/আলিম/ছাই)