ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে সি চিন পিংয়ের ভিডিও-ভাষণ
2022-05-19 20:41:12


মে ১৯: চীনা প্রেসিডেন্ট  সি চিন পিং আজ (বৃহস্পতিবার) ব্রিকসের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও-ভাষণ দেন।

ভাষণে তিনি বলেন, ক্রমবর্ধমান পরিবর্তন ও মহামারীর সম্মিলিত প্রভাবে আন্তর্জাতিক পরিস্থিতি অস্থিতিশীল, অনিশ্চিত, ও অনিরাপদ হয়ে উঠছে। কিন্তু এতে শান্তি ও উন্নয়নের যুগের মূল সুর পরিবর্তিত হয়নি। এখন চলছে আন্তর্জাতিক সম্প্রদায়ের একে অপরকে সাহায্য করার ও একসঙ্গে বিজয়ী হবার ঐতিহাসিক মিশন। আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি ইতিবাচক, প্রগতিশীল ও গঠনমূলক শক্তি হিসেবে ব্রিকসও পরিবর্তিত হয়নি।

তিনি বলেন, আমাদের বিশ্বাসকে শক্তিশালী করতে হবে, ঝড়ের মোকাবিলা করতে হবে, শান্তিপূর্ণ উন্নয়নের জন্য বাস্তব পদক্ষেপ নিতে হবে, ন্যায্যতা ও ন্যায়বিচার রক্ষা করতে হবে, গণতন্ত্র সমর্থন করতে হবে।

প্রেসিডেন্ট সি  জোর দিয়ে বলেন,  ইতিহাস ও বাস্তবতা আমাদের বলে যে, অন্য দেশের নিরাপত্তা উপেক্ষা করে একতরফাভাবে নিজের নিরাপত্তার কথা চিন্তা করলে নতুন দ্বন্দ্ব ও ঝুঁকি সৃষ্টি হয়। ব্রিকসভুক্ত দেশগুলির উচিত পারস্পরিক রাজনৈতিক আস্থা বাড়ানো, নিরাপত্তা সহযোগিতা জোরদার করা, প্রধান আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুতে যোগাযোগ  বাড়ানো, এবং একে অপরের মূল উদ্বেগের বিষয়গুলিকে আমলে নেওয়া। (ওয়াং হাইমান/আলিম/ছাই)