‘বিশ্ব বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে বেইজিং উদ্যোগ’প্রকাশিত
2022-05-19 11:35:26

মে ১৯: গতকাল (বুধবার) চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেড (সিসিপিআইটি) প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী। এদিন বিশ্ব বাণিজ্য ও বিনিয়োগ জোরদার-করণ শীর্ষসম্মেলন বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে। এবারের শীর্ষসম্মেলনের প্রতিপাদ্য “বাণিজ্য উন্নয়নের শক্তির উন্নয়ন জোরদার করা’। সিসিপিআইটি এবং ৫৯টি দেশ-অঞ্চলের সংশ্লিষ্ট সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বিনিময় ও আলোচনার মাধ্যমে মতৈক্যে পৌঁছেছেন। তারা ‘বিশ্ব বাণিজ্য ও বিনিয়োগ জোরদারের শীর্ষসম্মেলনে ‘বেইজিং উদ্যোগ’ গড়ে তুলেছেন।

 

‘বেইজিং উদ্যোগ’ অনুযায়ী, বিভিন্ন পক্ষ যৌথভাবে মহামারী মোকাবিলা এবং বিশ্ব অর্থনীতির স্থিতিশীল পুনরুদ্ধারসহ পাঁচটি বিষয়ে মতৈক্যে পৌঁছেছে।

 

মহামারী মোকাবিলায় বিশ্ব শিল্প ও বাণিজ্য মহল বিশ্ব ঐক্য ও সহযোগিতা রক্ষা ও জোরদার করেছে, মহামারী নিয়ে রাজনীতিকরণের বিরোধিতা করেছে। এ ছাড়া সার্বিকভাবে স্বাস্থ্য খাতে সহযোগিতা গভীরতর করা, টিকাসহ গুরুত্বপূর্ণ চিকিত্সা সরঞ্জামের ন্যায্য বণ্টন ও অবাধ বাণিজ্য জোরদারের কথা বলেছে তারা।

বিশ্ব অর্থনীতির স্থিতিশীলতা পুনরুদ্ধারে বিভিন্ন পক্ষ বহুপক্ষবাদ অনুশীলনের উদ্যোগে গুরুত্ব দিয়েছে।

 

এ ছাড়া, সবুজ নিম্ন-কার্বন টেকসই উন্নয়নে বিশ্বের শিল্প ও বাণিজ্যিক মহল ব্যাপকভাবে অর্থনীতি, জ্বালানি ও শিল্প কাঠামোর উন্নয়ন, আবর্তনশীল অর্থনীতি উন্নয়ন, উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু পরিবর্তন মোকাবিলার সামর্থ্য বাড়িয়ে ২০৩০ সাল নাগাদ টেকসই উন্নয়নের বিষয়সূচি কার্যকর করার চেষ্টা চালাবে।

(প্রেমা/তৌহিদ/শুয়েই)