সিসিপিআইটি-র ৭০ বছরের কাজের প্রশংসা করলেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং
2022-05-19 16:14:16

মে ১৯: চীনের আন্তর্জাতিক বাণিজ্য প্রচারের জন্য চীন কাউন্সিল (সিসিপিআইটি)-র বিগত ৭০ বছরের কাজের ভূয়সী প্রশংসা করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। তিনি গতকাল (বুধবার) সিসিপিআইটি প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকীতে আয়োজিত বিশ্ব বাণিজ্য ও বিনিয়োগ প্রচার সম্মেলনে দেওয়া এক ভিডিও-ভাষণে এ প্রশংসা করেন।

প্রেসিডেন্ট সি বলেন, ১৯৫২ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই সিসিপিআইটি চীনা ও বিদেশী উদ্যোক্তাদের মধ্যে স্বার্থের বন্ধন দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কাউন্সিলের ৭০ বছরের ইতিহাস চীনের উন্মুক্তকরণ সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ অংশ।

তিনি বলেন, বর্তমান বিশ্ব ব্যাপক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, অর্থনৈতিক বিশ্বায়ন বাধাগ্রস্ত হচ্ছে, এবং বিশ্ব অশান্তি ও পরিবর্তনের নতুন যুগে প্রবেশ করেছে। এ অবস্থায়, মহামারীকে পরাস্ত করতে, বাণিজ্য ও বিনিয়োগ পুনরুজ্জীবিত করতে, উদ্ভাবনমুখী উন্নয়নের জন্য প্রচেষ্টা চালাতে, এবং বিশ্বব্যাপী শাসনব্যবস্থা উন্নত করতে হবে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)