‘রাশিয়ার জ্বালানির ওপর নির্ভরতা কাটাতে আরও ২১০০০ কোটি ইউরো বিনিয়োগ করবে ইইউ’
2022-05-19 19:06:38

মে ১৯: ইউরোপীয় কমিশন গতকাল (বুধবার) এক ঘোষণায় বলেছে, ইইউ এখন থেকে ২০২৭ সালের মধ্যে সবুজ জ্বালানি উন্নয়নে আরও ২১০০০ কোটি ইউরো বিনিয়োগ করবে। আর এর লক্ষ্য রাশিয়ার জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কাটিয়ে ওঠা। 

ইউরোপীয় কমিশন গত ৮ই মার্চ পরিকল্পনাটি প্রকাশ করে। আর বুধবার ইউরোপীয় কমিশন এ পরিকল্পনার বিস্তারিত তথ্য প্রকাশ করে। পরিকল্পনা অনুসারে, ইইউ যত তাড়াতাড়ি সম্ভব শক্তি সঞ্চয়, শক্তি সরবরাহে বৈচিত্র্য আনয়ন, নবায়নযোগ্য শক্তির বিকাশ ত্বরান্বিত করা, এবং বিনিয়োগ ও সংস্কার ব্যবস্থার মাধ্যমে রাশিয়ার জ্বালানির ওপর নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসবে।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ভন ডের লেয়েন এক বিবৃতিতে বলেছেন, এ পরিকল্পনা ইইউকে আরও শক্তি সঞ্চয় করতে, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে সাহায্য করবে।  

(ইয়াং/আলিম/ছাই)