এবার মার্কিন স্বাস্থ্যমন্ত্রী কোভিডে আক্রান্ত
2022-05-19 18:38:57

মে ১৯: জার্মানি সফররত মার্কিন স্বাস্থ্যমন্ত্রী জেভিয়ার বেসেরা কোভিডে আক্রান্ত হয়েছেন। গতকাল (বুধবার) তাঁর শরীরে কোভিড ভাইরাস শনাস্ত হয়। মার্কিন স্বাস্থ্য ও জনসেবা মন্ত্রণালয়ের জনৈক মুখপাত্র এ তথ্য জানান।

মুখপাত্র জানান, এদিন বেসেরা বার্লিনে আয়োজিত জি-সেভেন স্বাস্থ্যমন্ত্রী পর্যায়ের সম্মেলনের আগে কোভিড টেস্ট করান এবং পজেটিভ হন। তিনি বুস্টার ডোজসহ কোভিডের টিকা নিয়েছেন। বর্তমানে তিনি বার্লিনে কোয়ারিন্টিনে থেকে কাজ করছেন।  

মুখপাত্র আরও বলেন, বেসেরা শেষবার হোয়াইট হাউসে উপস্থিত ছিলেন চলতি মাসের ১২ তারিখে। মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র বলেছে, প্রেসিডেন্ট জো বাইডেনকে তাঁর ক্লোজ কন্টাক্ট হিসেবে গণ্য করা হবে না।

এদিকে, মার্কিন জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, স্থানীয় সময় বুধবার রাত পর্যন্ত যুক্তরাষ্ট্রে কোভিডে আক্রান্তের সংখ্যা পৌঁছায় প্রায় ৮.৩ কোটি জনে এবং মৃতের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। (ছাই/আলিম/ওয়াং হাইমান)