চীন ইস্যুতে জাপান ও যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে কথা বলেছে বেইজিং
2022-05-19 11:39:41

মে ১৯: গতকাল (বুধবার) চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জাপানের পররাষ্ট্রমন্ত্রী হায়াশি ইয়োশিমাসার সঙ্গে এক ভিডিও বৈঠকে চীন ইস্যুতে জাপান ও যুক্তরাষ্ট্রের নেতিবাচক প্রবণতার বিষয়ে কথা বলেছেন।

 

তিনি বলেন, জাপানে যুক্তরাষ্ট্র, জাপান, ভারত ও অস্ট্রেলিয়া ‘চতুর্ভুজ প্রক্রিয়া’ শীর্ষসম্মেলন অনুষ্ঠিত হবে। কিন্তু মার্কিন নেতাদের সফরের আগে দু’দেশ চীনের ‘বিরুদ্ধাচরণের যুক্তি’ নিয়ে কোলাহল করছে। জাপান ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সহযোগিতা বিষয়ে চ্যালেঞ্জ করা উচিত নয়। এমনকি চীনের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থ লঙ্ঘন করা উচিত নয়। জাপান ঐতিহাসিক অভিজ্ঞতা থেকে শিখেছে। তাই আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার পক্ষে সতর্কতার সঙ্গে কাজ করা, অন্যদের ঝুঁকিতে না ফেলা এবং প্রতিবেশীর ক্ষতি করা উচিত নয়।

 

(প্রেমা/তৌহিদ/শুয়েই)