ইউক্রেন ও ফ্রান্সের নেতাদের মধ্যে ফোনালাপ অনুষ্ঠিত
2022-05-18 13:43:33

মে ১৮: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গতকাল (মঙ্গলবার) ফরাসি প্রেসিডেন্ট এনামুয়েল ম্যাকখোঁর সঙ্গে ফোনালাপ করে ইউক্রেন পরিস্থিতি ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেছেন।

জেলেনস্কি এদিন সামাজিক মাধ্যমে বলেন, ফোনে তিনি ইউক্রেন পরিস্থিতি এবং ইউক্রেন-রাশিয়া আলোচনার সম্ভাবনা সম্পর্কে তার ধারণা তুলে ধরেছেন। দু’পক্ষ ইউক্রেনের জন্য ফ্রান্সের প্রতিরক্ষা সহায়তা, রাশিয়ার উপর ইইউ’র ষষ্ঠ রাউন্ড নিষেধাজ্ঞার অবস্থা, ইউক্রেনের কৃষি রপ্তানির জন্য কার্যকর পথ এবং ইইউতে যোগদানের জন্য ইউক্রেনের আবেদন নিয়ে আলোচনা করেছে।

 

ফরাসি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ফোনে ম্যাকখোঁ বলেন, ফ্রান্স ইউক্রেনকে প্রতিরক্ষা অস্ত্র, জ্বালানি, মানবিক সহায়তা, অর্থনৈতিক সহায়তা দেবে। তিনি বলেন, ইউরোপীয় কাউন্সিল জুন মাসের সম্মেলনে ইইউ জোটে ইউক্রেনের যোগদানের আবেদন বিবেচনা করবে।

 

 

 

জিনিয়া/তৌহিদ/শুয়েই