ওয়াং ই’র সঙ্গে জাপানি পররাষ্ট্রমন্ত্রীর অনলাইন বৈঠক অনুষ্ঠিত
2022-05-18 16:18:03

মে ১৮: চীনা রাষ্ট্রীয় কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং জাপানি পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাসা হায়াশি আজ (বুধবার) এক অনলাইন বৈঠকে মিলিত হন। এ সময় তাঁরা চীনের বিরুদ্ধে জাপান ও যুক্তরাষ্ট্রের নেতিবাচক দৃষ্টিভঙ্গি ও আচরণ সম্পর্কে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেন।

বৈঠকে ওয়াং ই বলেন, যুক্তরাষ্ট্র, জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে ‘চতুর্পক্ষীয়’ শীর্ষ সম্মেলন আয়োজন করবে টোকিও। জাপান হলো যুক্তরাষ্ট্রের মিত্র দেশ। এদিকে, জাপান চীনের সঙ্গে শান্তিচুক্তিও স্বাক্ষর করেছে। এ অবস্থায় জাপানের উচিত, যুক্তরাষ্ট্রের সঙ্গে তার সম্পর্ককে চীনের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থবিরোধী হতে না-দেওয়া। টোকিওর উচিত আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার ওপর গুরুত্ব দেওয়া, অন্যের জন্য ঝুঁকি না-নেওয়া। (ছাই/আলিম/ওয়াং হাইমান)