চীন ও নেদারল্যান্ডসের শীর্ষ নেতৃবৃন্দের শুভেচ্ছাবার্তা বিনিময়
2022-05-18 20:13:36


মে ১৮: চীন ও নেদারল্যাণ্ডসের মধ্যে রাষ্ট্রদূত পর্যায়ের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উপলক্ষ্যে পরস্পরকে শুভেচ্ছা জানিয়ে বার্তা বিনিময় করেছেন চীনা প্রেসিডেন্ট সি চিন পিং এবং নেদারল্যাণ্ডসের রাজা উইলেম-আলেকজান্ডার।

বার্তায় প্রেসিডেন্ট সি বলেন, চীন ও নেদারল্যান্ডসের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে উভয় পক্ষের যৌথ প্রচেষ্টায় দ্বিপাক্ষিক সম্পর্কের বিকাশ অব্যাহত রয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ফলপ্রসূও হয়েছে। কোভিড মহামারী দেখা দেওয়ার পর চীন ও নেদারল্যান্ডস একে অপরকে সমর্থন করেছে, দুই দেশের জনগণের মধ্যে গভীর বন্ধুত্বের প্রদর্শনী দেখেছে বিশ্ব।

তিনি আরও বলেন, তাঁর দেশ নেদারল্যান্ডসের সাথে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় এবং উভয় দেশ ও জনগণের স্বার্থে দ্বিপক্ষীয় সম্পর্কের আরও টেকসই, সুস্থ ও স্থিতিশীল উন্নয়নের জন্য তিনি রাজা উইলেম-আলেকজান্ডারের সাথে কাজ করতে ইচ্ছুক।

নিজের বার্তায় রাজা উইলেম-আলেকজান্ডার বলেন, বিগত ৫০ বছরে অর্থনীতি, বাণিজ্য ও সংস্কৃতির ক্ষেত্রে সক্রিয় আদান-প্রদানের মাধ্যমে দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার হয়েছে। এ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে।

(ওয়াং হাইমান/আলিম/ছাই)