ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটোর সদস্যপদ পেলে ইউরোপের নিরাপত্তা পরিস্থিতিতে অনিশ্চয়তা আসবে: সংবাদভাষ্য
2022-05-18 19:06:12

মে ১৮:  সুইডিশ প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যন্ডারসন এবং ফিনিশ প্রেসিডেন্ট সাউলি নিনিস্টো একটি যৌথ সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেছেন যে, দুই দেশ যৌথভাবে ১৮ই মে ন্যাটোতে যোগদানের জন্য একটি আবেদন জমা দেবে। এর আগে ন্যাটোর মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ বলেছিলেন যে, ন্যাটোতে যোগদানের জন্য সুইডেন ও ফিনল্যান্ডের আবেদনকে ‘স্বাগত’ জানানো হবে।

ইতিহাসের দিকে তাকালে দেখা যাবে, ফিনল্যান্ড ৭০ বছরেরও বেশি সময় ধরে নিরপেক্ষ ছিল। আর সুইডেন ২০০ বছরেরও বেশি সময় ধরে তার নিরপেক্ষতা বজায় রেখে এসেছে। দুটি দেশ এ সময়ে তাদের নিরপেক্ষতা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এটা এমন একটি পদক্ষেপ যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে গঠিত ইউরোপীয় নিরাপত্তা প্যাটার্নে অস্থিতিশীলতা এবং অনিশ্চয়তা ডেকে আনবে।

সুইডেনের স্টকহোম ইউনিভার্সিটি বিজনেস স্কুলের অধ্যাপক টনি ফাং বলেন, ‘ন্যাটো-রাশিয়ার খেলায় বাল্টিক সাগর অগ্রভাগে থাকবে এবং সুইডেন ও ফিনল্যান্ডের সামরিক সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকি বাড়বে।

এদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগদান রাশিয়ার জন্য ‘সরাসরি হুমকি’ সৃষ্টি করবে না; তবে ন্যাটো যদি দেশ দুটিতে সামরিক স্থাপনা বসায়, তবে রাশিয়া প্রতিক্রিয়া দেখাবে এবং তা নির্ভর করবে সৃষ্ট হুমকির ধরনের ওপর।  

(ইয়াং/আলিম/ছাই)