ইস্পাত কারখানার ইউক্রেন বাহিনী আত্মসমর্পণ করেছে: রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়
2022-05-18 11:49:47

মে ১৮: গতকাল (মঙ্গলবার) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কোনাশেনকভ জানান, ১৬ মে থেকে মারিওপোলের আজভ ইস্পাত কারখানায় আটকে থাকা ইউক্রেনের বাহিনী ও আজভ ব্যাটোলিয়নের সেনারা আত্মসমর্পণ করেছে।

তিনি বলেন, গত একদিনে ২৬৫জন ইউক্রেনের সশস্ত্র সেনা আত্মসমর্পণ করেছে। তাদের মধ্যে ৫০জন গুরুতর আহত সেনা রয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে।

 

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়, আজভ ইস্পাত কারখানায় আহত ইউক্রেনীয় সেনা প্রত্যাহার করা হয়েছে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী আনা মারিয়ার জানান, ৫০ জনেরও বেশি গুরুতর আহতদের নোভা আজভস্কে চিকিত্সা দেওয়া হচ্ছে এবং আরো ২১১জন সেনা মানবিক করিডোর দিয়ে রুশ নিয়ন্ত্রিত ওলেনিভকায় গিয়েছে। তারা বিনিময় প্রক্রিয়ার মাধ্যমে ইউক্রেনে ফিরে আসবে।

(সুবর্ণা/তৌহিদ/শুয়ে ফেই ফেই)