চীন ও জাপানের পররাষ্ট্রমন্ত্রীদ্বয়ের ভিডিও-বৈঠকে একাধিক বিষয়ের ওপর গুরুত্বারোপ
2022-05-18 19:04:21

মে ১৮:  চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আজ (বুধবার) জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাসা হায়াশির সঙ্গে এক ভিডিও-বৈঠকে মিলিত হন। বৈঠকে একাধিক বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী।

ওয়াং ই বলেন, বর্তমান পরিস্থিতিতে চীন ও জাপানকে তিনটি বিষয়ে মনোযোগ দিতে হবে: আন্তরিকভাবে দ্বিপাক্ষিক সম্পর্কের সঠিক দিক উপলব্ধি করতে হবে; দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করতে হবে; এবং নিজেদের মতবিরোধ সময়মতো সমাধান করতে হবে।

ওয়াং ই বলেন, চলতি বছর দু’দেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হওয়ার ৫০তম বার্ষিকী, যা দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের ইতিহাসে গুরুত্বপূর্ণ মাইলফলক। দুই দেশের শীর্ষ নেতৃবৃন্দ গত বছর দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন করতে গুরুত্বপূর্ণ ঐকমত্যে পৌঁছান, যা নতুন যুগে দু’দেশের সম্পর্ক উন্নয়নের দিক-নির্দেশনাস্বরূপ।

তিনি আরও বলেন, ৪টি রাজনৈতিক দলিল  দু’দেশের মধ্যে শান্তিপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতার মৌলিক ভিত্তি। চীন ও জাপানের উচিত এই দলিলের নীতি ও চেতনা মেনে চলা।

ওয়াং ই বলেন, তাইওয়ানসহ চীনের মূল স্বার্থ ও প্রধান উদ্বেগসম্পর্কিত বিষয়ে জাপানের সাম্প্রতিক পদক্ষেপ নেতিবাচক। এতে উভয় পক্ষের মধ্যে পারস্পরিক বিশ্বাস টলিয়ে দিয়েছে এবং দ্বিপাক্ষিক সম্কর্পের ভিত্তি নাড়িয়ে দিয়েছে। জাপানের উচিত নিজের প্রতিশ্রুতি মেনে চলা; দু’দেশের মধ্যে পারস্পরিক আস্থা বাড়াতে কাজ করা; দ্বিপক্ষীয় সম্পর্কের অবনতি ঘটতে পারে—এমন আচরণ করা থেকে বিরত থাকা।

(ইয়াং/আলিম/ছাই)