“ডিজিটাল অর্থনীতির ধারাবাহিক উন্নয়ন জোরদার”-বিষয়ক বিশেষ অধিবেশন অনুষ্ঠিত
2022-05-18 11:23:32

মে ১৮: গতকাল (মঙ্গলবার) বেইজিংয়ে গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের “ডিজিটাল অর্থনীতির ধারাবাহিক উন্নয়ন জোরদার” বিষয়ক বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়। সিপিসি’র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী সদস্য, গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের চেয়ারম্যান ওয়াং ইয়াং এতে অংশ নেন ও ভাষণ দেন। তিনি জোর দিয়ে বলেন, বৈজ্ঞানিকভাবে পরিস্থিতি গবেষণা বিশ্লেষণ করে, উন্নয়নের আস্থা বাড়িয়ে অব্যাহতভাবে ডিজিটাল অর্থনীতি শক্তিশালী ও ভালো অবস্থা তৈরি করতে হবে। যাতে নতুন উন্নয়ন কাঠামোর জন্য পরিষেবা দেওয়া যায়।

 

অংশগ্রহণকারী সদস্যরা মনে করেন, চীনের বড় ডিজিটাল অর্থনৈতিক উন্নয়ন রাষ্ট্রের অবস্থা স্থিতিশীল রেখেছে। উন্নয়নের সম্ভাবনা বিশাল।

 

চীনের উপ-প্রধানমন্ত্রী লিউ হ্য সম্মেলনে বলেন, বিশ্ব ডিজিটাল অর্থনীতির বুদ্ধিমত্তাসম্পন্ন ও ক্রস-বর্ডার ইন্টিগ্রেশনসহ নতুন অবস্থা তৈরি হয়েছে। কেন্দ্রীয় প্রযুক্তি উন্নয়নের মাধ্যমে বেসরকারি অর্থনীতির সুষ্ঠু উন্নয়ন করা, সরকার ও বাজারের সম্পর্ক পরিচালনা করা এবং ডিজিটাল প্রতিষ্ঠানগুলোকে দেশি-বিদেশি পুঁজিবাজারে অংশগ্রহণে সমর্থন দেওয়া হবে। উন্মুক্তকরণের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতা জোরদার করা এবং প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে উদ্ভাবন উন্নত করা হবে।

(প্রেমা/তৌহিদ/শুয়েই)