দক্ষিণ কোরিয়ার নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভিডিও বৈঠক করেছেন ওয়াং ই
2022-05-17 13:39:52

মে ১৭: গতকাল (সোমবার) চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই দক্ষিণ কোরিয়ার নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী পার্ক জিনের সঙ্গে এক ভিডিও বৈঠক করেছেন।

বৈঠকে ওয়াং ই বলেন, চীন সব সময়ই কৌশলগত এবং সামগ্রিক দৃষ্টিকোণ থেকে চীন-দক্ষিণ কোরিয়া সম্পর্ককে বিবেচনা করছে। ৩০ বছর আগে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে, দু’দেশের সম্পর্ক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে উন্নত হয়েছে। এজন্য দক্ষিণ কোরিয়ার বিভিন্ন সময়ের সরকার ও পার্টিগুলি প্রচেষ্টা চালিয়েছে এবং তাদের অভিজ্ঞতা থেকে শেখা উচিত: পারস্পরিক শ্রদ্ধা মেনে চলা; উভয়ের জয়ের সহযোগিতা মেনে চলা; শান্তি বজায় রাখা এবং উন্মুক্তকরণ ও অন্তর্ভুক্তি মেনে চলা।

পার্ক জিন বলেন, চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে দক্ষিণ কোরিয়া অনেক গুরুত্ব দেয় এবং পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার চেতনার ভিত্তিতে চীনের সঙ্গে একটি স্বাস্থ্যকর দ্বিপক্ষীয় সম্পর্ক স্থাপন করতে ইচ্ছুক। দক্ষিণ কোরিয়া সর্বদা এক-চীন নীতি মেনে চলে। দেশটি আশা করে যে কোরীয় উপ-দ্বীপ ইস্যুতে চীন গঠনমূলক ভূমিকা পালন করবে।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)