ফিনল্যান্ড ও সুইডেনকে ন্যাটোতে যোগ দিতে দেবে না তুরস্ক: এরদোয়ান
2022-05-17 18:25:40

মে ১৭: তুর্কি প্রেসিডেন্ট রেজেপ তাইয়িপ এরদোয়ান গতকাল (সোমবার) বলেছেন, তাঁর দেশ ফিনল্যান্ড ও সুইডেনকে ন্যাটোতে যোগ দিতে দেবে না। সোমবার আঙ্কারায় সফররত আলজেরিয়ার প্রেসিডেন্ট তেবেনের সঙ্গে আলোচনাশেষে এক যৌথ সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপকারী দেশগুলোর ন্যাটোতে যোগ দেওয়া সমর্থন করা হবে না। তা ছাড়া, সন্ত্রাসী গ্রুপগুলোর বিরুদ্ধে ফিনল্যান্ড বা সুইডেনের স্পষ্ট কোনো অবস্থান নেই। সুইডেন ও ফিনল্যান্ডের যোগদান ন্যাটোকে নিরাপত্তা সংস্থা নয়, বরং সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত করবে।

উল্লেখ্য, তুর্কি সরকার বার বার জোর দিয়ে বলে আসছে যে, ন্যাটোতে যোগ দিতে চাইলে ফিনল্যান্ড ও সুইডেনকে অবশ্যই পিকেকে এবং গুলেন মুভমেন্টকে সমর্থন করা বন্ধ করতে হবে এবং তুরস্কের প্রতিরক্ষা সরঞ্জামের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। (ইয়াং/আলিম/ছাই)