‘এসডিআর বাস্কেটে আরএমবি’র অনুপাত বৃদ্ধি চীনের সাফল্যের প্রতি আন্তর্জাতিক সমাজের স্বীকৃতিস্বরূপ’
2022-05-17 18:28:01

মে ১৭: এসডিআর বাস্কেটে আরএমবি’র অনুপাত বৃদ্ধির সাম্প্রতিক ঘটনা সংস্কার ও উন্মুক্তকরণ এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে চীনের সাফল্যের প্রতি আন্তর্জাতিক সমাজের স্বীকৃতিস্বরূপ। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন আজ (মঙ্গলবার) বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন।

মুখপাত্র বলেন, চীন অর্থ-বাজারের সংস্কার ও উন্মুক্তকরণ অব্যাহত রাখবে, চীনা বাজারে বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগের পদ্ধতি সহজতর করবে, এবং বিনিয়োগযোগ্য সম্পদের ধরন আরও সমৃদ্ধ করবে। পাশাপাশি, চীন বিদেশি বিনিয়োগকারীদের জন্য আরও অনুকূল পরিবেশ সৃষ্টি করবে।

উল্লেখ্য, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সম্প্রতি এক রিপোর্টে জানায়, স্পেশাল ড্রয়িং রাইটস (এসডিআর) বাস্কেটে চীনা মুদ্রা আরএমবি-র অনুপাত ১০.৯২ শতাংশ থেকে বেড়ে ১২.২৮ শতাংশ হয়েছে। ২০১৬ সালে আরএমবি এসডিআর বাস্কেটে সামিল হয়। (ইয়াং/আলিম/ছাই)