রাশিয়ার তেল নিষেধাজ্ঞা নিয়ে একমত হয় নি ইইউ
2022-05-17 12:10:16

মে ১৭: গতকাল (সোমবার) ইউরোপীয় ইউনিয়ন ইইউ’র পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন ব্রাসেলসে অনুষ্ঠিত হয়েছে। হাঙ্গেরির বিরোধিতার কারণে সম্মেলনে রাশিয়ার তেল নিষেধাজ্ঞাসহ ষষ্ঠ নিষেধাজ্ঞা প্রস্তাবে একমত হতে পারেন নি মন্ত্রীবর্গ।

 

সম্মেলনের পর ইইউ’র কূটনীতি ও নিরাপত্তা-বিষয়ক উর্ধ্বতন প্রতিনিধি এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ইইউ’তে সদস্য দেশের স্থায়ী প্রতিনিধিরা আলোচনা করবেন। তিনি বলেন, হাঙ্গেরির অবস্থান অর্থনীতির ভিত্তি, রাজনৈতিক উদ্বেগ নয়।

 

পাশাপাশি তিনি বলেন, ইউক্রেনকে অস্ত্র কেনার জন্য ইইউ অতিরিক্ত ৫০ কোটি ইউরো দেবে। ইউক্রেনকে ইইউ’র সামরিক সাহায্য ২শ’ কোটি ইউরোতে পৌঁছেছে।

(প্রেমা/তৌহিদ/শুয়েই)