শিগগিরই চালু হচ্ছে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন
2022-05-17 18:42:51

ঢাকা, মে ১৭: বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা রাজশাহীর আম পরিবহনে আগামী ২২ মে থেকে চালু হচ্ছে ম্যাংগো স্পেশাল ট্রেন। রেলের এই বিশেষ ট্রেনে শাক-সবজিসহ অন্যান্য ফলমূল ঢাকায় নিয়ে আসা যাবে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এক জোড়া ম্যাংগো স্পেশাল ট্রেন রহনপুর-চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী হয়ে ঢাকায় যাবে। আবার ঢাকা থেকে রাজশাহী হয়ে রহনপুর আসবে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার গণমাধ্যমকে জানান, ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে বিকেল সাড়ে ৪টার দিকে ছেড়ে যাবে এবং ঢাকায় রাত ২টার দিকে পৌঁছাবে। এক্ষেত্রে খুব অল্প সময়ের মধ্যে ঢাকার বাজারগুলোতে সতেজ আম পৌঁছানো সম্ভব হবে।

রহনপুর, চাঁপাইনবাবগঞ্জ ও আমনুরা থেকে ঢাকা পর্যন্ত প্রতি কেজি আম পরিবহনের ভাড়া প্রস্তাব করা হয়েছে এক টাকা ৩০ পয়সা। আর রাজশাহী থেকে ঢাকা প্রতি কেজি আমে ভাড়া দিতে হবে এক টাকা ১৭ পয়সা।

অভি/শান্তা