সুইডেনের ন্যাটোতে অংশ নেওয়া ইউরোপের নিরাপত্তার জন্য বড় ক্ষতি: রাশিয়া
2022-05-17 11:25:55

মে ১৭: গতকাল (সোমবার) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, সুইডেন ন্যাটোতে অংশ নেবে, যা উত্তর ইউরোপ ও গোটা ইউরোপের নিরাপত্তার জন্য বড় ক্ষতি।

বিবৃতিতে বলা হয়, সামরিক পদ্ধতিসহ বিভিন্ন ব্যবস্থার মাধ্যমে সাড়া দেবে মস্কো; যাতে দেশের নিরাপত্তা খাতের হুমকি মোকাবিলা করা যায়। ন্যাটোতে সুইডেনের অংশগ্রহণের পদ্ধতি বিবেচনা করে সংশ্লিষ্ট পদক্ষেপ নেবে রাশিয়া।

 

বিবৃতিতে আরো বলা হয়, কি ধরনের পদক্ষেপ নিয়ে রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করা হবে- তা একটি দেশের অভ্যন্তরীণ ব্যাপার। গত ২০০ বছরের মধ্যে সুইডেন একটি নিরপেক্ষ দেশ হিসেবে বাল্টিক সাগরীয় অঞ্চলের অবস্থান করছে।

মস্কো মনে করে, সুইডেনের নিরাপত্তায় কোনো হুমকি নেই, তবে ন্যাটোতে অংশগ্রহণের পর কূটনৈতিক সিদ্ধান্তের স্বাধীনতা হারাবে দেশটি। সুইডেন সরকারের এ সিদ্ধান্ত দেশের জনগণের দীর্ঘকালীন স্বার্থের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।
(সুবর্ণা/তৌহিদ/শুয়ে ফেই ফেই)