চীনে বিদেশি পুঁজির ব্যবহার বৃদ্ধির ধারা বজায় রয়েছে
2022-05-17 18:23:57

মে ১৭: চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিটির মুখপাত্র মেং ওয়েই আজ (মঙ্গলবার) বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, চলতি বছরের শুরু থেকেই চীনে বিদেশি পুঁজির ব্যবহার দ্রুত বৃদ্ধির ধারা বজায় রয়েছে। 

তিনি জানান, জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত, চীনে বিদেশি মূলধনের প্রকৃত ব্যবহার ছিল ৭৪৪৭ কোটি মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৬.১ শতাংশ বেশি।

মুখপাত্র বলেন, জটিল ও গুরুতর আন্তর্জাতিক পরিস্থিতি এবং অভ্যন্তরীণ মহামারীর মধ্যে এ সাফল্য অর্জন সহজ ছিল না। এ থেকে প্রমাণিত হয়েছে যে, চীনে একটি সম্পূর্ণ শিল্পব্যবস্থা গড়ে উঠেছে এবং চীনের বিশাল বাজারের ওপর বিদেশিদের আস্থা অটুট আছে। (ইয়াং/আলিম/ছাই)