চীনে উচ্চশিক্ষা গ্রহণকারীর সংখ্যা ২৪ কোটি ছাড়িয়েছে
2022-05-17 18:13:03

মে ১৭: চীনে উচ্চশিক্ষা গ্রহণকারীর সংখ্যা ২৪ কোটি ছাড়িয়েছে। দেশটির শিক্ষা মন্ত্রণালয় আজ (মঙ্গলবার) এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায়।

প্রেস ব্রিফিংয়ে বলা হয়, চীন বিশ্বের বৃহত্তম উচ্চশিক্ষাব্যবস্থা গড়ে তুলেছে। ২০১২ সালে যেখানে শিক্ষার্থীদের মধ্যে মাত্র ৩০ শতাংশ উচ্চশিক্ষার জন্য তালিকাভুক্ত হয়েছিল, সেখানে ২০২১ সালে তা বেড়ে দাঁড়ায় ৫৭.৮ শতাংশে।

প্রেস ব্রিফিংয়ে আরও বলা হয়, চীনে শ্রমশক্তির মানও অনেক বেড়েছে এবং গোটা জাতির গুণগত মান ক্রমাগত বাড়ছে। (ছাই/আলিম/ওয়াং হাইমান)