শাংহাইয়ে সক্রিয় বাণিজ্যিক আউটলেটের সংখ্যা সাড়ে ১০ হাজার ছাড়িয়েছে
2022-05-16 20:34:32

মে ১৬: মহামারীর কারণে চীনের শাংহাইয়ে সক্রিয় বাণিজ্যিক আউটলেটের সংখ্যা ১৪০০-তে নেমে গিয়েছিল। এখন মহামারী পরিস্থিতির উন্নতি হওয়ায়, এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৬২৫-তে। এ ছাড়া, প্রতিদিন ডেলিভারি অর্ডারের সংখ্যাও ৫০ লাখে পৌঁছেছে। গতকাল (রোববার) সকালে অনুষ্ঠিত শাংহাইয়ের মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণসংক্রান্ত প্রেস ব্রিফিংয়ে শহরের ডেপুটি মেয়র ছেন থুং এ তথ্য জানান।

তিনি বলেন, নাগরিকদের নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সেবার সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে, সক্রিয় বাণিজ্যিক আউটলেটের সংখ্যা ধীরে ধীরে বাড়ানো হচ্ছে। এসব আউটলেটে কর্মীদের প্রত্যাবর্তন নিশ্চিত করতেও উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, বিভিন্ন শপিংমল, সুপারমার্কেট ও অন্যান্য দোকানপাট ক্রমশ পুনরায় চালু হবে; বিভিন্ন শাক-সব্জির বাজার খুলে দেওয়া হবে; পাইকারী বাজারগুলো চালু হলেও, খুচরা পণ্যের অফলাইন ব্যবসা আপাতত বন্ধ থাকবে। তা ছাড়া, রেস্তোরাঁসহ বিভিন্ন সেবা সংস্থাও ক্রমশ পুনরায় চালু হবে। (ইয়াং/আলিম/ছাই)