ডিএসসিসি দেশের একটি দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান: তাপস
2022-05-16 21:15:07

ঢাকা, মে ১৬: বাংলাদেশের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)কে দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান বলে দাবি করেছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

সোমবার মেয়রের দুই বছর পূর্তি উপলক্ষে নগর ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

এসময় তিনি বলেন, গত দুই বছরে সিটি করপোরেশনের হয়ে অনেক কাজই করা হয়েছে। তবে সবথেকে বেশি যে কাজটি করা হয়েছে তা হলো এখান থেকে দুর্নীতি সরানো। এখন বাংলাদেশের মধ্যে যদি একটি দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান থাকে, তবে তা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

তিনি আরও বলেন, বিগত দুই বছরে  ঢাকাবাসীর মৌলিক সেবা নিশ্চিত করতে কাজ করেছেন। মশক নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ গ্রহণ করার পাশাপাশি ঐতিহ্যের সুন্দর, সচল, আধুনিক ও উন্নত ঢাকা গড়ার লক্ষ্যে নানাবিধ উদ্যোগ, কার্যক্রম ও কর্মসূচি গ্রহণ করেছেন বলে জানান শেখ ফসলে নূর তাপস।

মিম / শান্তা