সাংবাদিক শিরিন হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে বাংলাদেশ
2022-05-16 21:20:27

ঢাকা, মে ১৬: আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরার প্রখ্যাত সাংবাদিক শিরিন আবু আকলেহকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ। সোমবার এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালায়ের পক্ষ থেকে এই নিন্দা জ্ঞাপন করা হয়। এতে বলা হয়েছে, সাংবাদিকের ওপর এ ধরণের হামলা আন্তর্জাতিক আইনের ঘোরতর লঙ্ঘন। ফিলিস্তিন বংশোদ্ভূত এ মার্কিন সাংবাদিককে গত ১১ মে অধিকৃত জেনিন শহরের শরণার্থী শিবিরে অভিযানের সংবাদ সংগ্রহ করার সময় মাথায় গুলি করে হত্যার অভিযোগ উঠেছে ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে।

বিবৃতিতে এই প্রসঙ্গে বলা হয়, দায়িত্ব পালনের সময় আলজাজিরার সাংবাদিকের ওপর হামলা গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ। ইসরাইল ফিলিস্তিনে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, ৫১ বছর বয়সি ফিলিস্তিন বংশোদ্ভূত এ মার্কিন নাগরিক কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরায় গত ২৬ বছর ধরে সাংবাদিকতা করে আসছিলেন। শিরিনের জন্ম জেরুজালেমে ১৯৭১ সালে। জর্ডানের বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতার ওপর পড়াশোনা শেষ করে ১৯৯৭ সালে আলজাজিরায় সাংবাদিকতা শুরু করেন তিনি।

তানজিদ/শান্তা