জি-সেভেন পররাষ্ট্রমন্ত্রীদের প্রকাশিত চীনবিষয়ক ইশতেহারের বিরোধিতায় বেইজিং
2022-05-16 19:19:42

মে ১৬: জি-সেভেনের পররাষ্ট্রমন্ত্রীদের সম্প্রতি প্রকাশিত চীনবিষয়ক ইশতেহার সম্পর্কে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান আজ (সোমবার) বেইজিংয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বলেন, এতে চীন সম্পর্কে বস্তুনিষ্ঠ তথ্য উপস্থাপন করা হয়নি, চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা হয়েছে, বিদ্বেষপূর্ণভাবে চীনকে অপবাদ দেওয়া হয়েছে, এবং রুশ-ইউক্রেন সংঘর্ষ নিয়ে চীনের ওপর চাপ প্রয়োগের অপচেষ্টা চালানো হয়েছে। এই ইশতেহার হাস্যকর।

মুখপাত্র বলেন, জি-সেভেনকে জাতিসংঘকেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থা সুরক্ষা করা এবং আন্তর্জাতিক আইনের ভিত্তিতে আন্তর্জাতিক শৃঙ্খলা সুরক্ষা করার তাগিদ দেয় চীন। চীন জি-সেভেনকে জাতিসংঘ ও জি-টোয়েন্টিসহ বিভিন্ন বহুপক্ষীয় সংস্থার সঙ্গে সহযোগিতা চালানোর আহ্বানও জানায়।