ইরান কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে মার্কিন নিষেধাজ্ঞা প্রতিরোধ করবে: ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী
2022-05-16 11:40:53

মে ১৬: ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী ও ইরানের পারমাণবিক ইস্যুর প্রধানআলোচক বাঘেরি গতকাল (রোববার) বলেছেন, ইরান পারমাণবিক ইস্যুর ব্যাপক চুক্তির আলোচনাকে গুরুত্ব দেবে এবং কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ‘সর্বোচ্চ পরিমাণে’ প্রতিরোধ করার চেষ্টা করবে।

 

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে দেখা যায়, বাঘেরিএদিন রাজধানী তেহরানে ইরানের তেল প্রদর্শনী ২০২২-এ যোগ দিয়ে বলেন, পারমাণবিক আলোচনা ও আন্তর্জাতিক প্রতিশ্রুতি পূরণের ব্যাপারে ইরানের মনোভাব গুরুতর। ইরানকে অবশ্যই দেশের স্বার্থ রক্ষার জন্য তার সব কূটনৈতিক ক্ষমতা ব্যবহার করবে এবং কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে কাজ করবে।

 

বাঘেরি বলেন, ইরানের শত্রুরা ইরানের অগ্রগতিতে বাধা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু ইরানের কৌশল ও নিষেধাজ্ঞা তুলে নেওয়ার উদ্যোগ শত্রুদের চক্রান্তকে ব্যর্থ করে দিয়েছে।