২০২০ সালে কোভিড-১৯ মহামারীর কারণে আফ্রিকার ৫.৫ কোটি মানুষ চরম দরিদ্রতায় পড়েছে
2022-05-16 11:08:47

মে ১৬: গতপরশু (শনিবার) জাতিসংঘের আফ্রিকা অর্থনৈতিক কমিশন সেনেগালের ডাকারে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, কোভিড-১৯ মহামারীর কারণে ২০২০ সালে আফ্রিকার ৫.৫ কোটিরও বেশি মানুষ চরম দরিদ্রতায় পড়েছে।

 

১১ থেকে ১৭ মে পর্যন্ত জাতিসংঘের আফ্রিকা অর্থনৈতিক কমিশনের ৫৪তম অর্থমন্ত্রীদের অধিবেশন ডাকারে আয়োজিত হয়। অধিবেশনে কোভিড-১৯ মহামারীর চলাকালে আফ্রিকার গুরুতর দারিদ্র্য বিশ্লেষণ করা হয়েছে।

 

জানা গেছে, কোভিড-১৯ মহামারীর প্রাদুর্ভাবে গত ২০ বছরে আফ্রিকার দারিদ্র্যমুক্তির কাজের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন সমস্যার কারণে আফ্রিকার দরিদ্রতা ও আর্থিক দুর্বলতা দেখা দিয়েছে, আফ্রিকার অনেক দেশ ‘অতিরিক্ত ঋণের’ ঝুঁকিতে পড়েছে।

(সুবর্ণা/তৌহিদ/শুয়ে ফেই ফেই)