হংকং যুক্তরাষ্ট্রের চিন্তার বিষয় নয়: চীনা মুখপাত্র
2022-05-16 20:38:28


মে ১৬: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান আজ (সোমবার) বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসিকে উদ্দেশ্য করে বলেন, আগে নিজেদের কাজ ঠিক করুন, হংকং আপনাদের চিন্তার বিষয় নয়।

চীনা মুখপাত্র বলেন, হংকং নিয়ে পেলোসির সাম্প্রতিক মন্তব্য বিদ্বেষপূর্ণ। তিনি হংকংয়ের আইনের শাসনকে কলুষিত করার চেষ্টা করেছেন, অযৌক্তিকভাবে চীনের হংকংনীতিকে আক্রমণ করেছেন, এবং চীনের অভ্যন্তরীণ ব্যাপারে না-হক হস্তক্ষেপ করেছেন। চীন এত অসন্তোষ প্রকাশ করছে এবং এর তীব্র বিরোধিতা করছে।

মুখপাত্র আরও বলেন, হংকংয়ে জাতীয় নিরাপত্তা আইন প্রয়োগের পর থেকে, সেখানে পরিস্থিতির ব্যাপক উন্নতি ঘটেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র মারাত্মক মুদ্রাস্ফীতিতে ভুগছে। সেদেশে মহামারীতে ১০ লাখ মানুষ মারা গেছে, বন্দুক সহিংসতার ঘটনাও নিত্য ঘটছে। পেলোসির মতো মার্কিন রাজনীতিবিদদের উচিত হংকং নিয়ে মাথা না-ঘামিয়ে, নিজেদের সমস্যার সমাধানে সচেষ্ট হওয়া।  (ইয়াং/আলিম/ছাই)