সিনচিয়াং নিয়ে মার্কিন মিথ্যাচার চীনের উন্নয়ন বাধাগ্রস্ত করার অপকৌশল মাত্র: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়
2022-05-16 18:24:14

মে ১৬: আজ (সোমবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান বলেন, মার্কিন রাষ্ট্রীয় পরিষদ বহুবার সিনচিয়াংয়ে তথাকথিত ‘জোরপূর্বক শ্রম’, ‘অন্তর্ভুক্তি শিবির’, ‘জোর করে আত্তীকরণ’ ও অন্যান্য শতাব্দীপ্রাচীন মিথ্যা ছড়িয়েছে এবং এসংক্রান্ত রিপোর্ট প্রকাশ  করেছে। এর মূল  উদ্দেশ্য চীনের উন্নয়নে বাধা সৃষ্টি করা। কিন্তু এই ষড়যন্ত্র সফল হবে না। কিছুদিন আগে, মার্কিন স্বরাষ্ট মন্ত্রণালয়ের প্রকাশিত এক রিপোর্টে ভারতীয় বোর্ডিং স্কুলগুলোতে কয়েক দশক ধরে জোরপূর্বক বিচ্ছিন্নতা এবং সাংস্কৃতিক গণহত্যার কথা উল্লেখ করা হয়েছে। এতে আবারও প্রমাণিত হয় যে, যুক্তরাষ্ট্র তার নিজের ইতিহাসের ভিত্তিতে অন্য দেশকে বিচার করতে ও দোষারোপ করতে অভ্যস্ত।

মুখপাত্র চাও বলেন, আসলে যুক্তরাষ্ট্র মানবপাচার ও জোরপূর্বক শ্রমের সবচেয়ে উর্বর জায়গা। প্রতিবছর বিদেশ থেকে প্রায় এক লাখ লোককে জোরপূর্বক শ্রমের জন্য পাচার করা হয় যুক্তরাষ্ট্রে। এ দেশে অন্তত ৫ লাখ মানুষ ক্রীতদাসের মতো কাজ করে। পাশাপাশি, ২ লাখ ৪০ হাজার থেকে ৩ লাখ ২৫ হাজার নারী ও শিশুকে যৌন দাসী হিসেবে ব্যবহার করা হচ্ছে যুক্তরাষ্ট্রে। গত বছরের সেপ্টেম্বর ও এপ্রিলে, জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ৪৮তম অধিবেশন ও সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থায় পৃথক পৃথকভাবে যুক্তরাষ্ট্রের মানবপাচার ও জোরপূর্বক শ্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।

মুখপাত্র চাও আরও বলেন, বর্তমানে সিনচিয়াংয়ের সমাজ শান্তিপূর্ণ ও স্থিতিশীল আছে। এর অর্থনীতি সমৃদ্ধ ও ক্রমশ উন্নত হচ্ছে। সেখানে মানুষ সুখী জীবন যাপন করছে। বিভিন্ন জাতির জনগণের বিভিন্ন মানবাধিকার সেখানে নিশ্চিত করা হয়েছে। বাস্তবতার মুখোমুখি হলে সমস্ত মিথ্যা নিশ্চিহ্ন হতে বাধ্য।

উল্লেখ্য, সম্প্রতি মার্কিন রাষ্ট্রীয় পরিষদের প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে, সিনচিয়াংয়ে উইগুরসহ সংখ্যালঘুদের ওপর ‘নির্যাতনের’ জন্য চীনের ওপর চাপ আরও বাড়ানোর পরিকল্পনা করছে মার্কিন সরকার। আর এর মাধ্যমে মার্কিন সরকার সিনচিয়াংয়ে ‘জোরপূর্বক শ্রম’ দমন করবে। (ওয়াং হাইমান/আলি/তানহুং)