রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়েছে নিত্যপণ্যের দামে
2022-05-16 21:24:06

ঢাকা, মে ১৬: বাংলাদেশের খাদ্য পণ্যের দামের ওপর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অনেকটা প্রভাব ফেলেছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, সেজন্য সবাইকে সাশ্রয়ী হতে হবে। সামনের দিকে কিছুটা সংকট রয়েছে, তবে ভয় পাওয়ার কিছু নেই বলে আশ্বস্ত করেন মন্ত্রী।

সোমবার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত সংলাপে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, শ্রীলঙ্কার চিত্র তুলে ধরে অনেকে প্রচার করছেন, এমন অবস্থা বাংলাদেশেরও হতে পারে। কিন্তু সেরকম কোনো আশংকা নেই। বাংলাদেশ নিজেই শ্রীলঙ্কাকে ঋণ দিয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ বৈশ্বিক সমস্যার মধ্যে আছে জানিয়ে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক অবস্থা ভালো থাকলে দেশের অবস্থাও ভালো থাকে। তেল, চিনি, ডালের দাম নিয়ে একটু সমস্যা হচ্ছে। তেলের ৯০ ভাগ বাংলাদেশ আমদানি করে। আন্তর্জাতিক বাজারে দামের প্রভাব পড়লে দেশের বাজারেও দাম বেড়ে যায় বলে মন্তব্য করেন তিনি ।

অভি/শান্তা