ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দিলে সেনা মোতায়েনের কাজ বাড়াবে রাশিয়া
2022-05-16 11:03:35

মে ১৬: গতকাল (রোববার) রুশ ফেডারেশন কাউন্সিল (পার্লামেন্টের উচ্চকক্ষ)-এর প্রতিরক্ষা ও নিরাপত্তা কমিটির চেয়ারম্যান ভিক্টর নিকোলাভিচ বোন্ডারেভ বলেন, ফিনল্যান্ড ন্যাটো জোটে যোগ দিলে, রাশিয়া সীমান্ত বাহিনীর বণ্টন ও মোতায়েন বাড়াবে।

 

এদিন তিনি সামাজিক মাধ্যমে বলেন, ফিনল্যান্ডের খবর ভূরাজনীতিতে ঝামেলাপূর্ণ। ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দিয়ে তার দেশে আক্রমণাত্মক ন্যাটোর অস্ত্র মোতায়েন করলে, রাশিয়া দু’দেশের সীমান্তে বাহিনীর সেনা বণ্টন জোরদার করবে।

 

তিনি বলেন, এর আগে ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়া জরুরি ছিল না, কিন্তু যুক্তরাষ্ট্র চাপ দিয়েছে। ফিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের আওতায় নেওয়া এবং সেখানে সামরিক ঘাঁটি স্থাপন করাকে গুরুত্ব দিয়েছে।

(প্রেমা/তৌহিদ/শুয়েই)